সমাজ ডেস্ক : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে নরসিংদী জেলা পুলিশ লাইন্সে এ আলোচনা অনুষ্ঠিত হয়।নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ জাতির জনকের জীবন, আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের মহিমা নিয়ে আলোচনা করেন।এ সময় পুলিশ সুপার জেলার সর্বস্তরের পুলিশ কর্মকর্তা ও সদস্যদেরকে জাতির জনকের স্বপ্ন ও কর্মজীবনের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের মানুষের জন্য কাজ করার নির্দেশনা প্রদান করেন। স্বাধীনতার প্রথম প্রহরে অস্ত্র হাতে জীবন উৎসর্গকারী পুলিশ বাহিনীর গর্বিত উত্তরাধিকারী জেলা পুলিশের সদস্যদের জাতির জনকের আদর্শে অনুপ্রাণিত হয়ে নরসিংদী জেলাকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদসহ সর্বপ্রকার অপরাধ মুক্ত করে একটি বাসযোগ্য নরসিংদী গড়ে তুলতে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ জানান।
জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের আলোচনা সভা
প্রকাশ : আগ ০৪, ২০২০ | Comments Off on জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের আলোচনা সভা
