রবিবার রাত ৯:০০

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

চীনে এক মাস করোনায় মৃত্যু নেই

এক মাস হয়ে গেলো করোনা ভাইরাসে চীনে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। শেষবার ১৪ এপ্রিল দেশটিতে প্রাণহানির ঘটনা ঘটেছিল।

জাতীয় স্বাস্থ্য কমিশন শুক্রবার নতুন করে চারজনের দেহে ভাইরাস শনাক্ত করেছে। সব স্থানীয় এছাড়া দ্বিতীয় দফার সংক্রমণ ঠেকাতে করোনার উৎপত্তিস্থল উহানের সব বাসিন্দাদের পরীক্ষা শুরু করেছে সরকার।

কোভিড-১৯ রোগে এখন মাত্র ৯১ জন চিকিৎসাধীন এবং আইসোলেশন ও নজরদারিতে আছেন ৬১৩ জন। উপসর্গহীন পজিটিভ রোগী নতুন করে পাওয়া গেছে ১১ জন।

চীনে মোট ৪ হাজার ৬৩৩ জনের করোনায় মৃত্যু হয়েছে, আর আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৯৩৩ জন।

করোনার সংক্রমণ কমলেও চীনে সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে এবং দেশে সব বিদেশিদের ঢোকা নিষিদ্ধ করেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি সচলে তারা সব বড় ফ্যাক্টরি ও ছোটখাটো ব্যবসা চালু করেছে। স্বাভাবিক জীবনে ফেরার সব আয়োজন করছে চীন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে