দেশের চার বিভাগীয় এলাকায় ভারীবর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১ জুন) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফতাব উদ্দীন বলের, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগীয় এলাকার কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বর্ষণ থেকে ভারীবর্ষণের সম্ভবনা রয়েছে।
এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়; খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়াে হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তিনি বলেন, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।