শনিবার রাত ৮:১৫

২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শরৎকাল

চার বিভাগীয় এলাকায় ভারীবর্ষণের আভাস

দেশের চার বিভাগীয় এলাকায় ভারীবর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১ জুন) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফতাব উদ্দীন বলের, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগীয় এলাকার কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বর্ষণ থেকে ভারীবর্ষণের সম্ভবনা রয়েছে।

এছাড়া  সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়; খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়াে হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তিনি বলেন, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে