চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: গোসল করতে গিয়ে পাগলা নদীতে ডুবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার সহকারী কর আদায়কারী নূর মোহাম্মদের (৫৫) মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে শিবগঞ্জ পৌর এলাকার তর্ত্তিপুর পাগলা নদীর ঘাটে এ ঘটনা ঘটে। শিবগঞ্জ পৌরসভা মেয়র কারিবুল হক রাজিন ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাদিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তারা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে নূর মোহাম্মদ তর্ত্তিপুর নদীতে গোসল করতে যায়। এ সময় তিনি ডুব দিলে আর উঠে আসেননি। পরে অন্যান্য নারীরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী।
এদিকে নাচোল উপজেলার জোনাকীপাড়া গ্রামের বাবুল আলীর পাঁচ বছরের শিশু আনিকা আঞ্জুমান শুক্রবার দুপুরে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে মারা যায়।
একই দিনে গোমস্তাপুরে পূর্নভবা নদীতে গোসল করতে গিয়ে ফেরদোসী বেগম (৩৫ ) নামে এক গৃহবধূ মারা যান। একই সঙ্গে তানিয়া বেগম (১৯) নামের একজন নিখোঁজ হন।