সোমবার রাত ১:৪৯

৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

চাঁদপুর পৌর নির্বাচনে আ.লীগ প্রার্থী জুয়েল জয়ী

চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

এ পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৫২টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে আজ শনিবার রাতে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল পেয়েছেন ৩৪ হাজার ৮২৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের আক্তার হোসেন মাঝি পেয়েছেন তিন হাজার ৬১৩ ভোট।

উল্লেখ্য এই প্রথমবারের মতো চাঁদপুরে ইভিএম মেশিনে ভোটগ্রহণ হয়। এতে মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৫০ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। চাঁদপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা এক লাখ ১৬ হাজার ৪৮৭জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজার ১৪৪ জন এবং নারী ভোটার ৫৮ হাজার ৩৪৩ জন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে