ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ গ্রহণকালে ৫ লাখ টাকাসহ জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর কুতুব উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে ৫ লাখ টাকাসহ তার অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও জনপথ বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী আব্দুল হাই, নজরুল ইসলাম ও হুমায়ূন কবির ঘুষের ৫ লাখ টাকা নিয়ে জেলা হিসাবরক্ষণ অফিসে যায়। গোপন সংবাদের ভিত্তিতে ন্যাশনাল সিকিউরিটি ইন্টিলিজেন্স (এনএসআই) এর সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশকে অবহিত করে। পরে পুলিশ কুতুব উদ্দিনকে ৫ লাখ টাকাসহ আটক করে।
নাম প্রকাশে অনিচ্ছুক সড়ক ও জনপথ বিভাগের একটি সূত্র জানায়, সড়ক ও জনপথ বিভাগের ব্রাহ্মণবাড়িয়া অফিসে মাস্টার রোলে কর্মরত ৬৩ জন কর্মচারীর ১ কোটি ৭ লাখ টাকার বিল আসে। এই টাকার বিল করতে অডিটর কুতুবউদ্দিনের সঙ্গে সড়ক বিভাগের কর্মচারীরা ৫ লাখ টাকা রফাদফা করে। চুক্তি মতো প্রথম দফায় তারা ৬৪ লাখ টাকার বিল নিয়ে যায়। বৃহস্পতিবার বাকি ৪৩ লাখ টাকা নিতে যায়। এ সময় কুতুব উদ্দিনকে ৫ লাখ টাকা ঘুষ দিলে পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
ব্রাহ্মণবাড়িয়া দুই নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সোহাগ রানা বলেন, এ ঘটনায় সড়ক ও জনপথ বিভাগের কর্মচারী হুমায়ূন কবির বাদি হয়ে একটি মামলা প্রস্তুত করেছেন। মামলায় দুই কর্মচারী আব্দুল হাই ও নজরুল ইসলামকে সাক্ষী করা হবে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা তদন্ত করবে দুদক।