গাজীপুরের কাশিমপুরে আজ সোমবার একটি পোশাক কারখানার বয়লার বিস্ফোরণের ঘটনায় সেখানে আগুন লেগেছে। নয়জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।
আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাজীপুরে কাশিমপুরের নয়াপাড়ায় মাল্টিফ্যাবস নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে জয়দেবপুর, সাভার ইপিজেড, কালিয়াকৈর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও ওই কারখানার কর্মী জালাল মিয়া বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কারখানার নিচতলায় প্রচণ্ড শব্দে বয়লার বিস্ফোরিত হয়। এতে কারখানায় আগুন ধরে যায়। এ সময় কারখানার চারতলা ভবনের দোতলা পর্যন্ত একপাশের অংশ ধসে পড়ে। ধসে পড়া কক্ষগুলোতে কাঁচামাল ও মেশিনারিজ ছিল। কারখানা সন্ধ্যায় ছুটি হওয়ায় ভেতরে খুব বেশি কর্মী ছিলেন না। রাত পৌনে আটটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন।
কারখানার আরেক কর্মী জাহিদুল হক বলেন, সন্ধ্যায় প্রচণ্ড শব্দে বয়লার বিস্ফোরিত হলে কারখানার মূল ভবনের নিচের কয়েকটি কক্ষে আগুন লাগে। এতে কারখানাটির ছাদের একটি অংশ বসে যায়।
আহসান হাবিব নামের একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রচণ্ড শব্দে কারখানাটির বয়লার বিস্ফোরিত হয়। এতে কারখানায় আগুন ধরে যায়। ধোঁয়ায় ঢাকা পড়ে চারপাশ। দ্রুতই কারখানাটির ছাদের একটি অংশ বসে যায়।