রবিবার রাত ৯:৩৩

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

গাজীপুরে চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় গ্রেফতার ১

গাজীপুরে শিশুসহ একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় পারভেজ আহমেদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) রাতে শ্রীপুর উপজেলার আবদার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন-পিবিআই। গ্রেফতারের পর হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানায় পুলিশ। এ সময় তার ঘরে তাল্লাশি চালিয়ে রক্তমাখা জামা-কাপড় এবং মাটির নিচে চাপা দেয়া মুঠোফোন ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

গত ২২ এপ্রিল রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার এলাকায় মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা এবং তার দুই মেয়ে ও এক ছেলেকে হত্যা গলাকেটে হত্যা করা হয়। এর ২ দিন পর শুক্রবার সকালে গৃহবধূ ফাতেমার শ্বশুর আবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে