বৃহস্পতিবার রাত ১১:৫৯

১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১৫ই রজব, ১৪৪৬ হিজরি

২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ শীতকাল

খেলাপি ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ নেওয়ার সুপারিশ

ঋণখেলাপি ব্যক্তি-প্রতিষ্ঠানের কাছ থেকে খেলাপি ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (১৪ অক্টোবর) সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে একাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ১৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এমপি এতে সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য মো. মুজিবুল হক এমপি, গোলাম মোহাম্মদ কাদের এমপি এবং আব্দুল মান্নান এমপি বৈঠকে উপস্থিত ছিলেন।  
বৈঠকে সংসদে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

এছাড়া উপজেলা পর্যায়ে ও গ্রোথ সেন্টার লেভেলে রাজস্ব  আদায় বাড়ানোর জন্য দক্ষ জনবল বৃদ্ধিসহ  দ্রুত  প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

রিজার্ভ চুরি ও মুদ্রা পাচাররোধে যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিরোধে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে তদারকি বাড়ানোর জন্য  সুপারিশ করা হয়।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়ির সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, আইএমইডি’র সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী অর্থ বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবদের পক্ষে অতিরিক্ত সচিব, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থা প্রধানসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/আসাদ/জেডআর







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে