দক্ষিণ ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাবের সদস্যদের জন্য সুখবর। করোনাভাইরাস লকডাউনের মধ্যেই আংশিকভাবে খুলছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিলাসবহুল ক্লাব।
বৃহস্পতিবার ক্লাবের সদস্যদের কাছে একটি ইমেইল পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, দুই মাস বন্ধ থাকার পর শনিবার থেকে খুলছে পাম বিচ রিসোর্টের বিচ ক্লাব রেস্তোঁরা ও পুল।
তবে হোটেল রুমসহ মূল বিল্ডিং, ডাইনিংয়ের মূল জায়গা ও প্রেসিডেন্টের ব্যক্তিগত আবাসিক এলাকা বন্ধ থাকবে।
সামাজিক দূরত্ব মেনে চলতে হবে ক্লাবে আসা সদস্যদের। তাদের লাউঞ্জ চেয়ারগুলোর দূরত্ব থাকবে ৬ ফুট এবং প্রত্যেককে ব্যক্তিগত তোয়ালে আনতে হবে।