ফারজানা আক্তার- কুলিয়ারচর প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে।সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত হয়।
২৯ মে রাত ৯ ঘটিকার সময় কুলিয়ারচর বাজারে জুতা কেনাবেচার মত তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া সৃষ্টি হলে এক পর্যায়ে তা উপজেলার পৌর এলাকার তাতারকান্দি ও পূর্ব গাইলকাটার মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।কুলিয়ারচর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও পুলিশের তদারকি উপেক্ষা করেই দফায় দফায় সংঘর্ষ করেই যাচ্ছে দুপক্ষ। ৩০মে বিকাল ৪ ঘটিকার সময় এ সংবাদ লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান…..
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এখনো কোন মামলা হয়নি। নিহতের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য পাঠানো হবে।
অপরদিকে, আনুমানিক রাত ১১ ঘটিকার সময় উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী মধ্যপাড়ার ইলাস মিয়ার ছেলে শাওন মিয়া(২০) ফাসিঁতে ঝুলে আত্মহত্যা করেন। ৩০ মে সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে ছয়সূতী ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন জানান,আমি ঘটনাস্থলে এসেছি। তবে এখনো আত্মহত্যার সঠিক কারন জানা যায় নি।
কুলিয়ারচরে একই দিনে সংঘর্ষ এবং আত্মহত্যার ঘটনা
প্রকাশ : মে ৩০, ২০২২ | Comments Off on কুলিয়ারচরে একই দিনে সংঘর্ষ এবং আত্মহত্যার ঘটনা
