রবিবার রাত ৯:৩২

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

কিশোরগঞ্জে করোনা আক্রান্তের সংখ‌্যা ১৮০০ ছাড়িয়েছে

কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে আরো ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮০০ জনে।

অন‌্যদিকে, জেলায় মোট সুস্থ হয়েছেন ১৫৫০ জন আর মারা গেছেন ৩১ জন।

শুক্রবার (১৭ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মো. মুজিবুর রহমান জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ও আইসিডিডিআরবি ল‌্যাবে মোট ১০৬ জনের নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে ১৯ জনের পজেটিভ ও ৮৫ জনের নেগেটিভ এসেছে। এছাড়া পুরাতন পজেটিভ একজনের আবারো পজেটিভ এবং অন্য জেলার একজনের পজেটিভ এসেছে।

নতুন করোনা শনাক্ত হওয়া এই ১৯ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলাতেই ১৫ জন রয়েছেন। বাকি ৪ জনের মধ্যে নিকলী উপজেলায় একজন এবং বাজিতপুর উপজেলায় ৩ জন রয়েছেন।

জেলায় মোট আক্রান্তের মধ‌্যে কিশোরগঞ্জ সদরে ৪৬২ জন, হোসেনপুরে ৪১ জন, করিমগঞ্জে ১১১ জন, তাড়াইলে ৮০ জন, পাকুন্দিয়ায় ৯৩ জন, কটিয়াদীতে ১০৬ জন, কুলিয়ারচরে ১০৫ জন, ভৈরবে ৫৩৫ জন, নিকলীতে ৩৩ জন, বাজিতপুরে ১৫৪ জন, ইটনাতে ৩০ জন, মিঠামইনে ৩৮ জন ও অষ্টগ্রামে উপজেলায় ১২ জন কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছেন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে