দীর্ঘদিন ধরে জনসমক্ষে না আসায় সম্প্রতি উত্তর কোরীয় নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে সংশয় দেখা দেয়। তিনি বেঁচে আছেন কি না, এমন প্রশ্নও তোলেন অনেকে। কিন্তু কিম ‘জীবিত ও সুস্থ আছেন’ বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল রোববার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা মুন চুং-ইন বলেন, ‘এ বিষয়ে আমাদের সরকারের অবস্থান দৃঢ়। কিম জীবিত ও সুস্থ আছেন।’
মুন চুং-ইন বলেন, ‘গত ১৩ এপ্রিল থেকে কিম উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলে ওনসান নামে একটি রিসোর্ট শহরে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত সেখানে সন্দেহজনক কোনো চলাচল শনাক্ত করা হয়নি।’
গত ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং, অর্থাৎ নিজের দাদার জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় কিম জং উনের স্বাস্থ্য নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। ওই অনুষ্ঠানটি উত্তর কোরিয়ার রাজনৈতিক ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয়।