ক্রাইম রিপোর্টারঃ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চাপারহাট জামেনা রওশন আরা মহিলা কলেজের পপি(১৭) নামে ২য় বর্ষের এক ছাত্রী কে অপহরন করার অভিযোগ পাওয়া গিয়াছে।
অভিযোগ সুত্রে জনা যায়, প্রতিদিনের ন্যায় পপি কলেজ যাওয়ার সময় পথে চাপারহাট বাজারের সুরুজ মার্কেট এলাকা থেকে২/ ৩ জন অজ্ঞাতনামা সহ আশরাফুজ্জামান (৩৫) পথরোধ করে তাকে অপহরন করে। জানা গেলো,আশরাফুজ্জামান অত্র উপজেলার বত্রিশ হাজারী এলাকার সুরুজ্জামান এর ছেলে। এ ঘটনায় পপির বাবা আব্দুর রসিদ বাদি হয়ে ৩০/০৭/২০১৭ইং তারিখে থানায় অভিযোগ দ্বায়ের করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রপ্ত সকর্মকতা (ওসি) মকবুল হোসেন জানান,অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।