সমাজ ডেস্ক : করোনা ভাইরাস প্রতিরোধের মূলমন্ত্র গৃহে অবস্থান। সোমবার করোনা ভাইরাস (COVID-19) সংক্রমণজনিত উদ্ভূত পরিস্থিতিতে জনসাধারণের গৃহে অবস্থান নিশ্চিতকরণে তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ন্যায্যমূল্যে স্ব স্ব আবাসস্থলে পৌছানোর লক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় কালেক্টরেট অনলাইন সপ ও “ঝটপট অনলাইন সপ” এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটি নরসিংদীর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।
এই অনলাইন সপগুলো ন্যায্যমূল্যে নরসিংদীর জনগণের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা মিটিয়ে তাদের স্ব স্ব গৃহে অবস্থানকে সহজতর করবে বলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশা প্রকাশ করেন।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নরসিংদী জেলা প্রশাসনের অনলাইন সপ’র উদ্বোধন
প্রকাশ : এপ্রি ১৩, ২০২০ | Comments Off on করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নরসিংদী জেলা প্রশাসনের অনলাইন সপ’র উদ্বোধন