মঙ্গলবার রাত ১০:০৬

২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

৫ই রমজান, ১৪৪৪ হিজরি

১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ বসন্তকাল

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নরসিংদী জেলা প্রশাসনের অনলাইন সপ’র উদ্বোধন

সমাজ ডেস্ক : করোনা ভাইরাস প্রতিরোধের মূলমন্ত্র গৃহে অবস্থান। সোমবার করোনা ভাইরাস (COVID-19) সংক্রমণজনিত উদ্ভূত পরিস্থিতিতে জনসাধারণের গৃহে অবস্থান নিশ্চিতকরণে তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ন্যায্যমূল্যে স্ব স্ব আবাসস্থলে পৌছানোর লক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় কালেক্টরেট অনলাইন সপ ও “ঝটপট অনলাইন সপ” এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটি নরসিংদীর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।
এই অনলাইন সপগুলো ন্যায্যমূল্যে নরসিংদীর জনগণের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা মিটিয়ে তাদের স্ব স্ব গৃহে অবস্থানকে সহজতর করবে বলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশা প্রকাশ করেন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে