সমাজ ডেস্ক: আজ ১৬ এপ্রিল বৃহস্পতিবার করোনা ভাইরাস (COVID-19) প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর সাথে ঢাকা বিভাগস্থ ৯টি জেলার ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়ে। নরসিংদী জেলার নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটি নরসিংদীর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন। এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নরসিংদী জেলার সার্বিক করোনা পরিস্থিতি ও সে প্রেক্ষিতে সরকারি নির্দেশনার আলোকে ও পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসন কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল নির্দেশনা যথযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর সাথে নরসিংদীর জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্স
প্রকাশ : এপ্রি ১৬, ২০২০ | Comments Off on করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর সাথে নরসিংদীর জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্স