করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ৪৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট দুই হাজার ৯৪৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আজ সোমবার এক অনলাইন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।