মঙ্গলবার দুপুর ১:১২

২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

২৮শে শাবান, ১৪৪৪ হিজরি

৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ বসন্তকাল

করোনায় মৃত্যু বেড়ে ১৪৫, নতুন আক্রান্ত ৪১৮ জন

সমাজ ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪৫ জন হয়েছে।
আর নতুন করে শনাক্ত হয়েছেন ৪১৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪১৬ জন।
রবিবার দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
মৃতদের একজনের বয়স ১০ বছরের নীচে। তার কিডনির সমস্যা ছিলো। আর বাকিদের বয়স ষাটোর্ধ। এর মধ্যে চারজনই ঢাকার বাসিন্দা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ১২২ জন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে