সোমবার দুপুর ২:১৮

৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ হেমন্তকাল

করোনায় পুলিশের আরেক সদস‌্যের মৃত্যু

কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে পুলিশের আরও এক সদস‌্যের মৃত্যু হয়েছে।  তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন।

শুক্রবার (০১ মে) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, গত ২৫ এপ্রিল (শনিবার) পুলিশের এ সদস্যের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে।  এরপর তার চিকিৎসা চলছিল। তবে সব চেষ্টা ব্যর্থ করে তিনি পরপারে চলে যান।  নিহতের গ্রামের বাড়ি পাবনায় জেলায়।

এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, ‘করোনাকালে সম্মুখভাগে যোদ্ধা ছিলেন ওই পুলিশ সদস‌্য।  তার মৃত্যুতে পুলিশের ক্ষতি হলো। তবে শোককে শক্তিতে রূপান্তর করে পুলিশ জনগণের সেবায় এগিয়ে যাবে।’

এর আগে এক এএসআই ও দুই কনস্টেবল করোনায় আক্রান্ত হয়ে মারা যান।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে