করোনায় আক্রান্ত কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। আজ মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে এ খবর নিজেই জানিয়েছেন নির্মাতা।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ ও জি নিউজের খবর অনুযায়ী, রাজ চক্রবর্তী জানান, সম্প্রতি তাঁর বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই তাঁর বাবার কোভিড পরীক্ষা করানো হয়। দুবারই তাঁর বাবার করোনার ফল নেগেটিভ আসে। তবে নিজে কোভিড পজিটিভ বলে জানিয়েছেন রাজ।
বর্তমানে তাঁরা হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলেও জানান পরিচালক। তবে তাঁর পরিবারের বাকি সদস্যদের করোনা পরীক্ষা করা হয়নি। শিগগিরই তাঁদের প্রত্যেকের করোনা পরীক্ষা করানো হবে বলে জানান রাজ চক্রবর্তী। টলিউডের এই তারকা পরিচালকের পরিবার বর্তমানে বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলেও জানান নির্মাতা।
রাজ চক্রবর্তীর স্ত্রী চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলি অন্তঃসত্ত্বা। শুভশ্রীসহ রাজের পরিবার যাতে সুস্থ থাকে, সেই প্রার্থনা ভক্তদের।