সোমবার রাত ১:৪৮

৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

কটিয়াদীতে যৌথ সাঁড়াশি অভিযানে সাপ্তাহিক হাট পন্ড

মাসুম পাঠান: কিশোরগঞ্জের কটিয়াদীতে মহামারী করোনা প্রতিরোধে বৃহস্পতিবার সাপ্তাহিক হাট বন্ধ করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটেরর নেতৃত্বে কটিয়াদী বাজারে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে কটিয়াদী বাজারে আগত ব্যবসায়ীগণ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয় এবং বাজারে আগত ক্রেতাসাধারণ নিজ নিজ বাড়ি চলে যায়। ফলে কটিয়াদী বাজারের সাপ্তাহিক হাটটি পন্ড হয়ে যায়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম। অভিযানে সহযোগীতা করেন ক্যাপ্টেন মো. ইমরানের নেতৃত্ব সেনাবাহিনী, কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার রাফি উদ্দিন মোহাম্মদ জুবায়ের এর নেতৃত্বে র্যাব, কটিয়াদী মডেল থানার উপ- পরিদর্শক মো. আলমগীর হোসেন মোল্লার নেতৃত্বে পুলিশ ও কটিয়াদী পৌর স্যানেটারি ইন্সপেক্টর মো. দিদারুল আলম রাসেল।
ঐতিহ্যবাহী ও এ অঞ্চলে বৃহৎ কটিয়াদী বাজারের সাপ্তাহিক হাটের দিন বৃহস্পতিবার । কটিয়াদী উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী পাকুন্দিয়া, বাজিতপুর, কুলিয়ারচর উপজেলার এবং , করোনায় ঝুঁকিপূর্ণ জেলা নরসিংদী জেলার মনোহরদী, বেলাবসহ বিভিন্ন উপজেলা থেকে ক্রেতা বিক্রেতাগণ আসেন এ হাটে। দীর্ঘদিনের প্রাচীন এই হাটটিতে সাপ্তাহিক বৃহস্পতিবার হাজার হাজার মানুষের সমাগম ঘটে। কটিয়াদী উপজেলা প্রশাসন নোটিশ জারী করে হাটটি বন্ধঘোষণা করলে ও আইনের তোয়াক্কা না করেই ব্যাবসায়ী ও ক্রেতাসাধারণ বেআইনী ভাবে জনসমাগম করে আসছিল। এতে সামাজিক দূরত্ব ব্যাপক ভাবে বাধা গ্রস্থ হচ্ছিল। করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি ছিলো অনেক বেশি। ইতিমধ্যেই কটিয়াদীতে করোনা আক্রান্ত ১১ জন রোগী সনাক্ত হয়েছে। এতে করে কটিয়াদীতে আরো করোনা রোগী সনাক্ত হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। ফেইসবুকে বেশ কিছু দিন যাবৎ কটিয়াদীরের সাপ্তাহিক হাটটি বন্ধ করার জন্য প্রশাসনের কাছে দাবী করে আসছিলেন। বৃহস্পতিবার সকালে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম, সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সহযোগীতায় কটিয়াদী বাজারে সাঁড়াশি অভিযান চালান এবং সামাজিক দূরত্ব না মানা লোকসমাগম পন্ড করে দেন। কটিয়াদীতে পুরাতন বাজার,সবজি মহল, মাছ বাজার, নদীর বাঁধ এবং চর ঝাকালিয়া বাজার সহ সমস্ত বাজারে অভিযান চালান এবং লোকজন কে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ প্রদান করেন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে