রবিবার রাত ৯:৩০

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

ওমানফেরত সিলেটে ১৭ প্রবাসী আটক

সিলেটের ওসমানীনগরে ওমানফেরত ১৭ প্রবাসীকে আটক করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর টোল প্লাজায় আটকের পর তাদেরকে নিজ নিজ এলাকায় কোয়ারেন্টাইনে পাঠায় পুলিশ।

জানা গেছে, শনিবার দুপুর দেড়টায় দুটি মাইক্রোবাস যোগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটে ফিরছিলেন তারা। পরে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর টোল প্লাজায় তাদেরকে আটক করে পুলিশ।

যাত্রীরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, ওমানে তারা অবৈধভাবে ছিলেন। ওমান সরকার তাদের দেশে পাঠিয়েছে। একটি বিশেষ বিমানে ওমান থেকে ২৮৮ প্রবাসী শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার পর ঢাকায় এসে পৌঁছান। এরপর শনিবার (২৫ এপ্রিল) সকালে তারা দুটি মাইক্রোবাস বাড়া করে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ মোবারক বলেন, শেরপুর টোল প্লাজায় পুলিশি চেকপোস্টে ১৭ জন প্রবাসীকে আটক করা হয়। পরে ঊর্ধ্বতন কর্তপক্ষের নির্দেশে তাদের নিজ নিজ থানায় পাঠানো হয়েছে। সেখান থেকে তাদের প্রশাসনের মাধ্যমে বাড়িতে হোম কোয়ারেইনটাইনে পাঠানো হয়।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে