সোমবার রাত ১২:৩০

৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

ঐশ্বরিয়ার জন্য হলিউড অভিনেতার টুইট

করোনা আক্রান্ত অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্যের রোগমুক্তি কামনা করেছেন হলিউড তারকা স্টিভ মার্টিন।

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘পিঙ্ক প্যানথার টু’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন ঐশ্বরিয়া-মার্টিন। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই অভিনেতা লিখেছেন, ‘ঐশ্বরিয়া ও তার মেয়ের দ্রুত রোগমুক্তি কামনা করছি। পিঙ্ক প্যানথার সিনেমায় তিনি খুবই মার্জিত ও হাসিখুশি একজন সহঅভিনেত্রী ছিলেন।’

গত রোববার (১২ জুলাই) কোভিড-১৯ টেস্টে পজিটিভ হন ঐশ্বরিয়া ও তার মেয়ে আরাধ্য। প্রাথমিকভাবে বাসায় চিকিৎসা নেন তারা। কিন্তু শুক্রবার (১৭ জুলাই) হঠাৎ জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে তাদের মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে নেওয়া হয়।

এর আগে শনিবার (১৭ জুলাই) সন্ধ্যায় করোনার মৃদু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন অমিতাভ। এরপর করোনা আক্রান্ত হওয়ার খবর জানান তিনি। পরবর্তী সময়ে অভিষেক বচ্চনও কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ার খবর দেন। তারাও মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে