সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষণের মামলার আরেক আসামি শাহ মাহবুবুর রহমান ওরফে রনিকে (২৫) র্যাব গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টায় হবিগঞ্জ শহরের অনন্তপুর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল।
র্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা না হলেও রনির আত্মীয়রা তাকে গ্রেপ্তারের তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।
রনির মামা চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আইয়ুব আলী জানান, অনন্তপুরের একজন আইনজীবীর বাসায় র্যাবের হাতে আত্মসমর্পণ করেছেন রনি।
রনি এমসি কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র। তিনি ছাত্রাবাসের ৭ নম্বর ব্লকের ২৫০ নম্বর কক্ষে থাকতেন।
গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এক নবদম্পতি প্রাইভেটকারে করে এমসি কলেজ এলাকায় বেড়াতে যান। এ সময় এমসি কলেজ ছাত্রলীগের ছয়জন নেতাকর্মী স্বামী-স্ত্রীকে ধরে ছাত্রাবাসে নিয়ে মারধর করেন। পরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করেন।
এর আগে ওই মামলার আসামি সাইফুল ইসলাম ও অর্জুন লস্করকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
হবিগঞ্জ/মামুন/রফিক