সোমবার রাত ১২:২৯

৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

এবার বিতর্কিত চীন সাগরে থ্রিডি ‘সিনেমা হল’ খুলেছে বেজিং!

সেনাবাহিনী, যুদ্ধজাহাজের পর এবার বিতর্কিত দক্ষিণ চীন সাগরে এবার সিনেমা হল বানিয়ে ফেলল বেজিং। আরও বেশি করে নিজেদের ঘাঁটি গুছিয়ে নিতে দক্ষিণ চীন সাগরের ইউয়ংজিং আইল্যান্ডে একটি অত্যাধুনিক সিনেমা হল খুলেছে চীন। খবর কলকাতা২৪।

জানা যায়, সেখানে সিনেমাও দেখছেন চীনা সৈন্যরা। ২০০-র উপর বাসিন্দা ও চিনা সেনা ‘The Eternity of Jiao Yulu’ নামে একটি চীনা ছবি দেখা হয়েছে ঐ হলে।

চীনের নতুন শহর সানশায় অবস্থান করছে এই হল। সেখানে প্রত্যেক দিন একটি করে সিনেমা দেখানো হবে। এইভাবে ক্রমশ দক্ষিণ চীন সাগরে নিজেদের ক্ষমতা বাড়াচ্ছে চীন। সিনেমা হলে রয়েছে থ্রিডি স্ক্রিন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে