ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
সোমবার (১১ মে) রাত ৮টা ৩০ মিনিটে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তিনি মারা যান।
মৃত্যুকালে মাওলানা নেজামীর বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতে ইসলামের শীর্ষনেতা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ ইফতারের পর মাগরিবের নামাজের অজু করতে গিয়ে পড়ে গেলে মাওলানা নেজামীকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর মৃত্যুতে আমরা একজন বর্ষীয়াণ রাজনীতিককে হারিয়েছি। তিনি আমাদের অভিভাবক ছিলেন।
মাওলানা নেজামী ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর বিভিন্ন আন্দোলন সংগ্রামে সামনের সারি থেকে নেতৃত্ব দেন। তিনি হেফাজতে ইসলামের শীর্ষনেতা ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ছিলেন। তিনি নেজামে ইসলাম পার্টির সভাপতির দায়িত্বও পালন করছিলেন। দৈনিক সরকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন মাওলানা নেজামী।