সোমবার রাত ১:৪৫

৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

ইন্দোনেশিয়ায় সমুদ্রের তলদেশে শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ উপকূলে সমুদ্রের তলদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।  তবে এতে সুনামি সর্তকতা জারি করা হয়নি।

স্থানীয় সময় মঙ্গলবার (০৭ জুলাই) এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবরও পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্তিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৬ দশমিক ৬।  উৎপত্তিস্থল ছিলো জাভা প্রদেশের বাতাং থেকে ৯৪ কিলোমিটার উত্তরে।  ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিলো ৫২৮ কিলোমিটার।

তবে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু এবং ভূ-তত্ত্ব সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৬ দশমিক ১।  যা সুনামি সৃষ্টির ক্ষেত্রে যথেষ্ট নয়।

ডারিয়োনো নামে সংস্থাটির এক কর্মকর্তা জানান, ভূমিকম্পের গভীরতা বেশি হওয়ায় তার কম্পন বেশি অনুভূত হয়নি।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে