মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারীতা, স্বজনপ্রীতি, অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ করেছেন সদস্যরা। শুক্রবার (২ ফেব্রয়ারী) দুপুরে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুব আলম সেলিম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য কামাল হোসেন পাশু, মজিবুর রহমান বাবুল।
লিখিত বক্তব্যে বলা হয়, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছ উদ্দিন শাহিন চলতি অর্থবছরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় বিশেষ বরাদ্দ চলতি ও গত অর্থবছরের এডিপি প্রকল্পের কোন কাজ না করে প্রায় এক কোটি ২০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, বয়স্ক, বিধবা ও মাতৃত্বকালীন ভাতাভোগীদের কাছ থেকেও অর্থ হাতিয়ে নিয়েছেন চেয়ারম্যান শাহিন।
এসব অনিয়মের প্রতিবাদ করলে সন্ত্রাসীদের দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অবিলম্বে সৈরাচারের দোসর ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি করেন উপস্থিত সদস্যরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চরমান্দালিয়া ইউপি চেয়ারম্যান আনিছ উদ্দিন শাহিন বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ আনা হয়েছে। যে পরিমাণ অর্থের কথা উল্লেখ করা হয়েছে কয়েক বছরেও এই পরিমাণ বরাদ্দ ইউনিয়ন পরিষদে আসে না। তাছাড়া আমি সরকারি নিয়ম মেনে সব কাজ করেছি।’
ইউপি চেয়ারম্যানের অনিয়মের অভিযোগ
প্রকাশ : ফেব্রু ২১, ২০২৫ | Comments Off on ইউপি চেয়ারম্যানের অনিয়মের অভিযোগ
