বুধবার দুপুর ২:১৫

১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ বসন্তকাল

ইউক্রেন যুদ্ধের ব্যয় শুনলে চমকে উঠবেন আপনিও

এক যুদ্ধে এত ব্যয়! চোখ কপালে ওঠার মতো। ইউক্রেন যুদ্ধে গত তিন বছরে ব্যয় হয়েছে ৩২০ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৯ লাখ কোটি টাকা! বাংলাদেশের সর্বশেষ বাজেটের তুলনায় এটি প্রায় ৬ গুণ।

এই বিপুল পরিমাণ অর্থের অর্ধেকের বেশি টাকা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। কিন্তু আজ মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি ইউক্রেন আর কোনো ধরনের সহায়তা পাঠাবেন না। এমন আশঙ্কা অবশ্য ট্রাম্প–জেলেনস্কির ঝগড়ার পর থেকেই বাতাসে ভাসছিল। জল্পনা–কল্পনা ডালপালা ছড়াচ্ছিল। অবশেষে তা সত্যে পরিণত হলো।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্প যতক্ষণ না নিশ্চিত হন যে, দেশটির (ইউক্রেন) নেতারা শান্তির প্রতি সদিচ্ছার প্রতিশ্রুতি প্রদর্শন করছেন, ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য সকল সামরিক সহায়তা স্থগিত রাখবে।

কেন এমন সিদ্ধান্ত? এর পেছনে অনুঘটকের সূচনা গত ২৮ ফেব্রুয়ারিতে। ওই দিন ওয়াশিংটনে হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেনের বিরল খনিজ নিয়ে চুক্তি করতে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ উঠলে এক সময় তীব্র বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এই দুই বিশ্বনেতা। সঙ্গে যোগ দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে