রাজধানীর রামপুরা আমুলিয়া সড়কে মোহাম্মদিয়া হাউজিং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে অছিম পরিবহন। এ ঘটনায় ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে দক্ষিণ বনশ্রীর আল রাজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামপুরা ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মুক্তারুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রামপুরা-আমুলিয়া সড়ক হয়ে ডেমরা রুটে চলাচল করে অছিম পরিবহন। বাসটি সাড়ে ৪টার দিকে আমুলিয়ার মোহাম্মাদিয়া হাউজিং এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ১৫-২০ জনকে আহতাবস্থায় উদ্ধার তরে আল রাজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।