শনিবার বিকাল ৫:২০

১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

আমুলিয়ায় বাস খাদে : আহত ২০

রাজধানীর রামপুরা আমুলিয়া সড়কে মোহাম্মদিয়া হাউজিং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে অছিম পরিবহন। এ ঘটনায় ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে দক্ষিণ বনশ্রীর আল রাজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামপুরা ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মুক্তারুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রামপুরা-আমুলিয়া সড়ক হয়ে ডেমরা রুটে চলাচল করে অছিম পরিবহন। বাসটি সাড়ে ৪টার দিকে আমুলিয়ার মোহাম্মাদিয়া হাউজিং এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ১৫-২০ জনকে আহতাবস্থায় উদ্ধার তরে আল রাজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে