বলিউড ও দক্ষিণী সিনেমার অভিনেত্রী এরিকা ফার্নান্দেজ। বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, সহ-অভিনেতা পার্থ সামথানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি।
বিষয়টি নিয়ে এতদিন মুখে কুলপ এঁটে থাকলেও, এবার জানালেন, তিনি প্রেম করছেন কিন্তু পার্থর সঙ্গে নয়। মিড-ডে এ খবর প্রকাশ করেছে।
এরিকা বলেন—আমি সিঙ্গেল নই, সম্পর্কে রয়েছি। কিন্তু ছেলেটি ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নয়।
তিনি আরো বলেন—আমরা তিন বছর ধরে প্রেম করছি। আমরা খুব ভালো বন্ধু। পরস্পরের সঙ্গে সব ধরনের কথা বলি। পর্দায় অন্য কারো সঙ্গে রোমান্স করতে দেখতে পছন্দ করে না সে।
সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন এরিকা। পরবর্তীতে নাম লেখান তামিল ভাষার সিনেমায়। এরপর তেলেগু, কন্নড় ও বলিউডের বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি। কাজ করেছেন টিভি ধারাবাহিকেও।