সোমবার রাত ১:৪৪

৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

আবারো ফ্রান্সের মসজিদের সামনে সন্ত্রাসী হামলা

দক্ষিণ ফ্রান্সের অ্যাভিনো এলাকার আরাহমা মসজিদের সামনে মাথায় হুড তোলা দুই সন্দেহভাজনের গুলিবর্ষণের ঘটনায় ৮ জন আহত হয়েছে।

স্থানীয় সময় রবিবার রাত সাড়ে ১০টার দিকে মসজিদ থেকে মুসল্লিরা বের হয়ে আসার সময় সেখানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম লা প্রোভেন্সের এক প্রতিবেদনে জানানো হয়, সন্দেহভাজনরা একটি রেনাল্ট ক্লিও গাড়িতে চেপে বন্দুক ও শটগান দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় মসজিদের বাইরে থাকা চারজন আহত হন। আর মসজিদ থেকে ৫০ মিটার দূরত্বে অবস্থিত একটি বাড়িতে বসবাসরত সাত বছরের শিশুসহ একই পরিবারের চার সদস্যও এতে আহত হন।

লা প্রোভেন্স প্রতিবেদনে আরো জানায়, আহত আটজনের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মুসল্লিরা এ হামলার লক্ষ্যবস্তু ছিলেন না।

তবে পুলিশ একে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে না। পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখছেন না তারা।

স্থানীয় প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, অ্যাভিনো হামলাকে সন্ত্রাসীবাদী ঘটনা হিসেবে দেখা হচ্ছে না। স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট ল শেবু জানিয়েছেন, ঘটনাটি সম্ভবত তরুণদের মধ্যে বিরোধের জেরে ঘটেছে।

গত বৃহস্পতিবার প্যারিসের একটি মসজিদের সামনে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টাকালে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

প্যারিসের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে ফ্রান্সে বিশেষ নিরাপত্তা অ্যালার্ট চালু রয়েছে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে