শনিবার বিকাল ৫:৩৫

১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

আগাম জামিন পেলেন ৪২ ‘আ. লীগ’ নেতাকর্মী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে করা বিস্ফোরক আইনের ৪ রাজনৈতিক মামলার ৪২ জন আসামিকে আগাম জামিন দিয়েছেন আদালত। তারা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। এর মধ্যে রবিবার ৩৬ এবং সোমবার ৬ জন আগাম জামিন পেয়েছেন।

সোমবার (১৭ মার্চ) হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ তাদের ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে দায়রা জজ সিলেটের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেন।

সোমবার আগাম জামিনপ্রাপ্তরা হলেন জকিগঞ্জের মানিকপুর গ্রামের মতিউর রহমানের ছেলে সুলতান আহমদ, একই উপজেলার কলাদাপানিয়া গ্রামের সুধীর কুমার সিংহের ছেলে সজল কুমার সিংহ, হাতধর গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে ইকবাল আহমদ, দরগা বাহারপুর গ্রামের আব্দুল করিমের ছেলে এটিএম ফয়সল ও পীরের চক গ্রামের নোমান আলীর ছেলে শিমুল আহমদ।

এর আগে গত রবিবার একই আদালতের বিচারকরা ৩৬ জনকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেন। জামিন শুনানিতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী শারমিন রুবায়ত ইসলাম।

জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জকিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জি বাবর, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সজল বর্মণ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন আব্দুল্লাহ সুমন প্রমুখ।

এসব তথ্য নিশ্চিত করেছেন উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পাওয়াদের অন্যতম জকিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী। তিনি বলেন, ‘আদালত আজ ৬ জনকে আগাম জামিন দিয়েছেন। এর আগে গতকাল (রবিবার) আরো ৩৬ জনকে আগাম জামিন দেন।’







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে