শুক্রবার বিকাল ৫:৫৩

১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

রামপাল নিয়ে বঙ্গবন্ধুকন্যা ভুল সিদ্ধান্ত নেন না

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) যে আপত্তি জানিয়েছিল তা তুলে নেয়া হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়।

রামপালের কারণে সুন্দরবনের বিশ্ব ঐতিহ্য হুমকির মধ্যে থাকা তালিকা থেকেও সুন্দরবনকে বাদ দেয়া হয়।

শুরু থেকেই সুন্দরবনের ক্ষতি করবে বলে রামপাল বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার বিরুদ্ধে তুমুল বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ইউনেস্কোর এই ঘোষণার উল্লেখ করে ফেসবুকে লিখেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

ফেসবুকে তিনি লিখেছেন, “বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোনো ভুল সিদ্ধান্ত নেন না তা আবারো প্রমাণিত । পদ্মাসেতুর দুর্নীতির অভিযোগ নিয়ে শেখ হাসিনার চ্যালেঞ্জের কাছে পরাজিত হয়েছিল বিশ্বব্যাংক ।

এবার হার মানলো জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও. সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো । তারাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। পোল্যান্ডের ক্র্যাকোভে অনুষ্ঠিত ইউনেস্কোর ৪১তম অধিবেশনে এই সিদ্ধান্ত নেয়া হয়।

 

একইসাথে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং ঐতিহ্য ও পরিবেশের সংরক্ষণ শেখ হাসিনা দ্বারা’ই সম্ভব।

পরিবেশজীবীরা এইবার কি বলবেন? জানি এত্তো দালালির পর আপনাদের মেনে নিতে কষ্ট হবে। তবুও কি আর করা সত্যটা মেনে নিতেই হবে।

সত্যের জয় অবধারিত । আর শেখ হাসিনা সেই সত্যের পথেই আছেন ।”







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে